জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে নয়ার

ভাঙা পায়ে অস্ত্রোপচারের পর বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারকে আগামী জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 02:09 PM
Updated : 19 Sept 2017, 02:09 PM

অনুশীলনে বাঁ পায়ের মেটাটারসাল ভেঙে যায় ৩১ বছর বয়সী এই ফুটবলারের। মঙ্গলবার তার অস্ত্রোপচার হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মান ক্লাবটি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ম্যাচে নয়ারের এই পাই ভেঙেছিল। ওই চোটের কারণে মৌসুমের বাকি সময়ে আর খেলতে পারেননি তিনি।

গত ২৮ অগাস্ট ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে এ মৌসুমে প্রথম খেলেন নয়ার। চলতি মৌসুমে এ পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।