‘নেইমারের সততার ঘাটতি ছিল’

বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও নেইমারের মধ্যে কথার লড়াই চলছেই। রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সততার ঘাটতি আছে বলে অভিযোগ করেছেন কাতালান ক্লাবটির প্রধান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 09:05 AM
Updated : 19 Sept 2017, 09:06 AM

গত মাসে নেইমারকে বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে দলে নেয় পিএসজি। ওই দল-বদলের পর থেকে গণমাধ্যমে তারা একে অপরকে নানা সময় বিদ্রুপ করে কথা বলতে থাকেন।

নেইমারের উদ্দেশে বার্তোমেউ বলেন, “আমরা তাদের (নেইমার ও তার উপদেষ্টাদের) খুব বেশি বিশ্বাস করেছিলাম। একজন খেলোয়াড় যখন চলে যেতে চায় তখন তাকে অবশ্যই সৎ থাকতে হবে, যেমনটা আলেক্সিস সানচেস, পেদ্রো কিংবা সেস ফাব্রেগাসে ছিল।”

বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। ক্লাবের পক্ষ থেকে অবশ্য শুরু থেকেই বলা হচ্ছে, ইনিয়েস্তাকে ধরে রাখতে চায় তারা। আরেকবার তা বললেন বার্তোমেউ।

“সে সিদ্ধান্ত নিবে যে সে কতদিন থাকতে চায়। আমি চাই, সে ক্লাবের সঙ্গেই থাকুক এবং একটা বিশেষ চুক্তি করুক।”