পেনাল্টি নিয়ে নেইমার-কাভানিকে ঝামেলা মেটাতে বললেন কোচ

লিওঁর বিপক্ষে স্পটকিক নেওয়াকে কেন্দ্র করে মতভেদ দেখা দেয় নেইমার ও এদিনসন কাভানির মধ্যে। পিএসজি কোচ উনাই এমেরি দুই ফরোয়ার্ডকে এ নিয়ে সমঝোতায় আসতে বলেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 09:29 AM
Updated : 18 Sept 2017, 09:29 AM

নিজেদের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় পিএসজি। দুটি গোলই প্রতিপক্ষের আত্মঘাতী।

ম্যাচের ৭৯তম মিনিটে একটি পেনাল্টি শট নেওয়া নিয়ে মতানৈক্য দেখা দেয় কাভানি ও ২২ কোটি ২০ লাখ ট্রান্সফার ইউরোতে এই মৌসুমেই পিএসজিতে আসা নেইমারের মধ্যে। শেষ পর্যন্ত উরুগুয়ের স্ট্রাইকার কাভানি শট নিলেও গোলরক্ষকের দৃঢ়তায় গোল করতে পারেননি। 

স্পট কিক নেওয়ার ক্ষেত্রে এই দুই শিষ্যের ঝামেলা তাদের নিজেদেরকেই মেটাতে বলেছেন এমেরি। তবে দরকার হলে এতে হস্তক্ষেপ করবেন তিনি।

“অল্প কিছু খেলোয়াড় পেনাল্টি নেবে। এদের একজন কাভানি এবং অন্যজন নেইমার। পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে মাঠে একটা সাধারণ বোঝাপড়া থাকতে হয়।… আমি মনে করি দুই জনই পেনাল্টি থেকে গোল করতে পারে। আমি চাই এক্ষেত্রে এই দুইজন পালাক্রমে আসুক।”

“কোনো মতৈক্য না হলে আমি সিদ্ধান্ত নেব। আমি চাই না এটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াক।”

লিওঁর বিপক্ষে জয়ে চলতি লিগ ওয়ানে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি। টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্যারিসের দলটি।