মেসির সঙ্গে তুলনা চান না দিবালা

ইউভেন্তুসের হয়ে শততম ম্যাচে হ্যাটট্রিক করার পর পাওলো দিবালা জানিয়েছেন, স্বদেশি তারকা লিওনেল মেসির সঙ্গে নিজের তুলনা চান না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 04:34 PM
Updated : 18 Sept 2017, 11:03 AM

রোববার সাস্সুয়োলোর মাঠে ৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে নিজের শততম ম্যাচ স্মরণীয় রাখলেন দিবালা।

এ নিয়ে সেরি আয় ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচে গোল করলেন দিবালা। ইউভেন্তুসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের গোল এখন ৫২টি।

ইতালির সাবেক খেলোয়াড় লুকা তনির পর (২০০৫-০৬) পর দিবালাই প্রথম সেরি আয় নিজেদের শুরুর চার ম্যাচের সবকটিতে গোল করলেন।

দিবালার প্রতি বার্সেলোনার আগ্রহ নিয়ে গুঞ্জন শোনা গেছে। অনেকের দৃষ্টিতে দিবালাই কাতালান দলটিতে মেসির যোগ্য উত্তরসূরি। তবে জাতীয় দলের সতীর্থের সঙ্গে এমন তুলনা পছন্দ নয় দিবালার।

স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, “আমি খুবই খুশি। তিন গোল পাওয়া সবসময়ই ভালো কিছু।”

“আমি দিবালা। এমন নয় যে, আমি তুলনা পছন্দ করি না। কিন্তু তিনি (মেসি) একজন কিংবদন্তি। তিনি এমন কিছু করেছেন যা ফুটবলের ইতিহাসে কখনোই কেউ করতে পারেনি।”

“আমি কারোর সঙ্গে তুলনায় যেতে চাই না।… আমি আমার নিজের ক্যারিয়ার নিয়েই থাকতে চাই। আমার নিজের শিরোপাগুলোই জিততে চাই।”

চলতি মৌসুমে লিগে ২৩ বছর বয়সী দিবালা লিগে এরই মধ্যে করেছেন ৮ গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে তার গোল ১০টি।