'সমালোচকদের চুপ করিয়েছে বার্সা'

স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারের পর বার্সেলোনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকে। গেতাফেকে হারিয়ে লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রাখার পর সেসব সমালোচকদের এক হাত নিলেন দলটির মিডফিল্ডার দেনিস সুয়ারেস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 03:36 PM
Updated : 17 Sept 2017, 03:44 PM

শনিবার গেতাফের মাঠে প্রথমে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায়। স্পেনের দেনিস সুয়ারেস সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের পাওলিনিয়ো। 

এই জয়ে ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে আছে এরনেস্তো ভালভেরদের দল।

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় এবং মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের দুই লেগ মিলিয়ে রিয়ালের কাছে ৫-১ গোলে হারের পর কড়া সমালোচনার মুখে পড়ে বার্সেলোনা। তবে লিগে টানা চার জয় ও ইউভেন্তুসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা দলটি নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে বলে মনে করেন সুয়ারেস।

"মনে হচ্ছিল যেন সবকিছু হারিয়ে গেছে। কিন্তু আমরা জানতাম কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।"

"লা লিগায় আমরা চমৎকার একটা শুরুর মধ্যে আছি। আমি মনে করি, আমাদের দুর্দান্ত একটি দল আছে। যদিও মৌসুমের শুরুতে অনেক মন্তব্য করা হয়েছিল। (বার্সেলোনার সক্ষমতায়) মানুষের সন্দেহ করা উচিত নয়।"

"খেলোয়াড় হিসেবে আমাদের আত্মবিশ্বাস প্রয়োজন আর কোচ আমাদের সেটা দিচ্ছেন।"