ম্যানচেস্টার সিটির কিংবদন্তি আগুয়েরো: গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ার পথে থাকা সের্হিও আগুয়েরোকে ‘কিংবদন্তি’ বলে প্রশংসা করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 02:37 PM
Updated : 17 Sept 2017, 02:38 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাগুয়েরোর ষষ্ঠ হ্যাটট্রিকে শনিবার স্বাগতিক ওয়ার্টফোর্ডকে ৬-০ গোলে উড়িয়ে দেয় সিটি। এ নিয়ে সিটির হয়ে ১৭৫টি গোল করলেন ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে নাম লেখানো আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। আর তিনটি গোল করলেই ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ১৭৭টি গোল করা এরিক ব্রুককে ছাড়িয়ে যাবেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

শিষ্যকে প্রশংসা করে নিয়ে ম্যাচ শেষে কোচ বলেন, “আশা করা যায়, খুব দ্রুত এই রেকর্ডটা হবে। আমরা বড় একটি উদযাপন করতে পারবো।”

ইংল্যান্ডের সাবেক উইঙ্গার ব্রুক ১৯২৮-৪০ সালের মধ্যে ৪৯৪টি ম্যাচ খেলে সিটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি করেন। ২৫৯ ম্যাচ খেলে এই রেকর্ড ভাঙ্গার খুব কাছে চলে এসেছেন আগুয়েরো।

গুয়ার্দিওলা বলেন, “সে একজন কিংবদন্তি। সে এই ক্লাবের ইতিহাসের একটা অংশ। আগুয়েরোর সংখ্যাগুলোই বলছে-সে অসাধারণ।”

ওয়াটফোর্ডের বিপক্ষে হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে আগুয়েরোর গোল হলো ১২৭টি। চলতি লিগে পাঁচ ম্যাচে তার গোল ৫টি।