৪ মাসের জন্য মাঠের বাইরে বার্সার দেম্বেলে

চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার নতুন ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 01:31 PM
Updated : 17 Sept 2017, 01:31 PM

শনিবার লা লিগায় গেতাফের মাঠে ২-১ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের এই খেলোয়াড়।

রোববার কাতালান ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০ বছর বয়সী এই খেলোয়াড়ের বাঁ উরুর ফেমোরাল বাইসেপের টেন্ডন ছিঁড়ে গেছে।

চলতি সপ্তাহেই ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপচার করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তার মাঠে ফিরতে সময় লাগতে পারে সাড়ে তিন থেকে চার মাস।

গত মাসের শেষ দিকে প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে দলে টানে বার্সেলোনা। এর সঙ্গে আরও কিছু যোগ হয়ে মোট অঙ্ক দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ ইউরো। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হবেন দেম্বেলে।

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি এই খেলোয়াড়ের বাই আউট ক্লজ ৪০ কোটি ইউরো।