আরও উন্নতি করতে পারবে এমবাপে: নেইমার

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে এখনই বড় মাপের একজন খেলোয়াড় হিসেবে দেখেন নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ড মনে করেন, পিএসজিতে সতীর্থ আরও উন্নতি করতে পারবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 09:20 AM
Updated : 13 Sept 2017, 12:40 PM

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিকের মাঠে ৫-০ গোলের জয় পায় পিএসজি। একটি করে গোল করেন এবারের মৌসুমে দলটিতে নাম লেখানো নেইমার ও এমবাপে। জোড়া গোল করেন এদিনসন কাভানি; অপরটি আত্মঘাতী।
 
মোনাকো থেকে এক মৌসুমের জন্য ধারে আসা এমবাপে পিএসজির হয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই গোল করলেন। গত সপ্তাহে লিগ ওয়ানে মেসের বিপক্ষে অভিষেক ম্যাচেই জালের দেখা পান ১৮ বছর বয়সী এই খেলোয়াড়। নেইমারের সহায়তায় করেন সেল্টিকের বিপক্ষে গোল।
    
এমবাপেকে নিয়ে ম্যাচ শেষে নেইমার বলেন, “বড় মাপের খেলোয়াড়দের সঙ্গে খেলা সবসময় একটা আনন্দের ব্যাপার, যদিও সে তরুণ”
 
“আমার কাছে সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং তার আরও উন্নতি করার সম্ভাবনা আছে।”
 
সেল্টিকের মাঠে দলের পারফরম্যান্সেও খুশি বার্সেলোনার সাবেক খেলোয়াড় নেইমার।
“এখানে এসে খেলা সবসময়ই অনেক কঠিন। কিন্তু দল হিসেবে আমরা দুর্দান্ত খেলেছি।”
“আমার সব সতীর্থকে অভিনন্দন। এখানে পাঁচ গোল করা মোটেই সহজ নয়।”