এখনও পঞ্চম স্থানে থাকায় হতাশ আর্জেন্টিনা কোচ

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ড্র করায় হতাশ কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 10:03 AM
Updated : 1 Sept 2017, 10:03 AM

মন্টেভিডেওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

আর্জেন্টিনার দায়িত্বে আসার পর সাম্পাওলির এটাই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ম্যাচটি ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানেই আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।

ম্যাচ শেষে সেভিয়ার সাবেক কোচ সাম্পাওলি বলেন, “টেবিলে এই অবস্থানের কারণে আমাদের জেতার দরকার ছিল। এই ফল আমাদের এখনও সরাসরি যোগ্যতা অর্জনের অবস্থান থেকে বাইরে রেখেছে। অন্য কিছুর খোঁজে এসেছিলাম আমরা…।”

লিওনেল মেসি, পাওলো দিবালা, মাউরো ইকার্দির মতো ফরোয়ার্ডদের শুরুর একাদশে রেখেই দল সাজিয়েছিলেন সাম্পাওলি। এরপরও কোনো গোল পায়নি আর্জেন্টিনা। তবে বার্সেলোনার তারকা মেসির খেলার প্রশংসা করলেন কোচ।

“তিনজন চেষ্টা করেছে, সুযোগও পেয়েছিল। মেসি খুব ভালো খেলেছে। ম্যাচ জুড়েই আমরা মেসিকে দেখেছি। সত্যিকার অর্থেই সে নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তার জন্য খুব ভালো একটি ম্যাচ হয়েছে।”

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনা বাছাই পর্বের পরের ম্যাচে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে।