আরেক মৌসুম ওল্ড ট্র্যাফোর্ডে ইব্রাহিমোভিচ

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আবার এক বছরের চুক্তি করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 01:51 PM
Updated : 24 August 2017, 01:51 PM

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে খবরটি জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ফ্রান্সের ক্লাব পিএসজিতে সাফল্যে ভরা চারটি বছর কাটিয়ে গত মৌসুমে এক বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ২০১৬-১৭ মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডেও সময়টা বেশ কাটে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের; সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৮টি গোল করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে লিগ কাপের ফাইনালে সাউথ্যাম্পটনের জালে জোড়া গোল করেন ইব্রাহিমোভিচ। ম্যাচটি ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় জোসে মরিনিয়োর দল।

হাঁটুর চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে খেলতে পারেননি ইব্রাহিমোভিচ। পরে জুনে তাকে ছেড়ে দেয় ইউনাইটেড। তবে ডিসেম্বরের আগেই পুরোপুরি ফিট হয়ে সুইডেনের এই তারকা আবারও মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইব্রাহিমোভিচের ফেরার প্রসঙ্গে মরিনিয়ো বলেন, "গত মৌসুমে অবদানের জন্য সে আমাদের আস্থা অর্জন করেছে এবং আমরা তার ফেরার জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করব।"

"আমার কোনো সন্দেহ নেই যে, মৌসুমের দ্বিতীয় ভাগে সে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।"