নেইমারকে নিয়ে সেরা হওয়ার লক্ষ্য পিএসজির

নেইমার আসায় পিএসজি বিশ্বের সেরা দলগুলোর একটিতে পরিণত হবে বলে মনে করেন কোচ উনাই এমেরি। ফরাসি ক্লাবটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর লক্ষ্য পূরণেও প্রত্যয়ী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 06:42 PM
Updated : 23 August 2017, 06:42 PM

২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর পরই আলো ছড়িয়েছেন নেইমার। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলার পাশাপাশি তিন গোল করে নিজের মূল্য বুঝিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বার্সেলোনা চুক্তিভঙ্গের অভিযোগ এনে নেইমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে লিগ ওয়ানের দলটি।

নেইমারের রেকর্ড ট্রান্সফারের প্রভাব সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এমেরি বলেন, “এটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক। আমাদের লক্ষ্য, বিশ্বের সেরা দলগুলোর মধ্যে থাকা”

“লিগ শিরোপা এবং ফরাসি কাপ ও লিগ কাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অবশ্যই পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভীষণভাবে আগামীকালের ড্রটা দেখব। স্টাফ, ক্লাব এবং খেলোয়াড় - সবাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বিশেষভাবে অনুপ্রাণিত। অন্য দলগুলোর কাছে এটা পরিষ্কার যে, পিএসজি তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে।”