নেইমারের রেকর্ড ট্রান্সফারের ‘জবাব’ বায়ার্ন একাডেমি

বায়ার্ন মিউনিখের নতুন যুব একাডেমি বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নেইমারের পিএসজিতে যাওযার ভালো একটি জবাব বলে মনে করেন জার্মান ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 01:49 PM
Updated : 23 August 2017, 01:58 PM

জার্মান চ্যাম্পিয়নরা সোমবার ৭ কোটি ইউরো ব্যয়ে একটি যুব একাডেমি উদ্বোধন করে। এই উদ্যোগকে বর্তমান সময়ের দল-বদলে খেলোয়াড়দের পাগলাটে ট্রান্সফার ফি ও বেতন বিস্ফোরণের একটি জবাব হিসেবে দেখছেন বায়ার্ন সভাপতি উলি হুয়েনেস।

হুয়েনেসের এমন মন্তব্যে একমত আনচেলত্তি। জার্মান সংবাদপত্র বিল্ডকে তিনি বলেন, “এটা সত্যি, এই একাডেমি ভালো একটি জবাব। এই একাডেমির উদ্দেশ্য এখান থেকে প্রথম দলে খেলোয়াড় তুলে আনা।”

এই একাডেমি থেকে খেলোয়াড় তুলে আনা নিয়ে আশাবাদী গত মৌসুমে বায়ার্নকে বুন্ডেসলিগা জেতানো আনচেলত্তি। এক্ষেত্রে ২০১৩-১৫ সময়ে রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ৫৮ বছর বয়সী ইতালির এই কোচ।

“আমি তাই আশা করি। মাদ্রিদে আমি একাডেমি থেকে পাঁচজন খেলোয়াড় তুলে এনেছিলাম: জেসে রদ্রিগেস, আলভারো মোরাতা, নাচো, কাসেমিরো ও দানি কারভাহাল। বায়ার্নের ভবিষ্যতের জন্য আমি একই রকম উন্নয়ন আশা করছি।”