এশিয়া কাপ হকির লোগো উন্মোচন

ঢাকায় ৩২ বছর পর আবার বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির আসর। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হলো সোমবার রাজধানীর একটি হোটেলে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 02:19 PM
Updated : 21 August 2017, 02:19 PM

আগামী ১১ অক্টোর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হবে ২২ অক্টোবর।

১৯৮৫ সালের পর ঢাকায় আরেকটি এশিয়া কাপ আয়োজন সফল করার ব্যাপারে আশাবাদী হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরার। শিগগিরি ফ্লাড লাইট পরিপূর্ণভাবে স্থাপন করা হয়ে যাবে বলেও জানান তিনি।

“৩২ বছর পর এশিয়া কাপ হকির মতো একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি ঢাকায়। … টুর্নামেন্টটি ভালভাবে আয়োজন করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরামও প্রস্তুতি নিয়ে খুশি।

“এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আশা করি টুর্নামেন্টের আগে স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে।”