সবুজ-জাহিদের গোলে জয়রথে চট্টগ্রাম আবাহনী

আবারও আলো ছড়ালেন তৌহিদুল আলম সবুজ। লিগে প্রথম গোল পেলেন জাহিদ হোসেনও। দুই ফরোয়ার্ডের গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 01:12 PM
Updated : 20 August 2017, 01:12 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার চট্টগ্রাম আবাহনীর জয়টি ২-০ গোলের। প্রথমার্ধে সবুজ এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ।

আগে থেকেই শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৫। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৭।

অষ্টম মিনিটে প্রথম আক্রমণ শানায় রহমতগঞ্জ। কিন্তু মোহাম্মদ ইলিয়াসের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

২২তম মিনিটে এলিসন উডোকার হেড ক্রসবার উঁচিয়ে গেলে হতাশ হতে হয় চট্টগ্রাম আবাহনীকে। সাত মিনিট পর রহমতগঞ্জের সাদ্দাম হোসেন অ্যানির হেড ফিস্ট করে ফেরান আশরাফুল ইসলাম রানা।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। ডান দিক থেকে জাহিদের বাড়ানো ক্রস ‍দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত প্লেসিং শটে জালে জড়ান সবুজ। লিগের সর্বোচ্চ গোলদাতার গোল হলো ৫টি।

দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর খেলায় গতি থাকলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না দলটি। ৬১তম মিনিটে জাহিদের কাটব্যাকে গোলমুখে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ শট নিতে ব্যর্থ হন।

৭১তম মিনিটে জাহিদের বাড়ানো বল ডি বক্সের মধ্যে শরিফুল ইসলাম সজীব হাত দিয়ে ফেরালে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। ব্যবধান দ্বিগুণ করতে ভুল হয়নি জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদের।