শিষ্যদের লড়াকু মানসিকতায় খুশি আতলেতিকো কোচ

নবাগত জিরোনার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর একজন কম নিয়েও ড্র করায় শিষ্যদের প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 10:51 AM
Updated : 20 August 2017, 10:51 AM

শনিবার রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে জিরোনার মাঠে ২-২ গোলে ড্র করে গত মৌসুমে তৃতীয় হওয়া আতলেতিকো।  

প্রথমার্ধেই সিটির জালে জোড়া গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার ক্রিস্তিয়ান স্তুয়ানি। ৬৭তম মিনিটে তারকা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান লাল কার্ড দেখলে কোণঠাসা হয়ে পড়ে আতলেতিকো।

তবে ১০ জনের দল নিয়েই ঘুরে দাঁড়ায় দলটি। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে একক প্রচেষ্টায় ব্যবধান কমান বদলি নামা আনহেল কোররেয়া। আর ৮৫তম মিনিটে দলের দলকে সমতায় ফেরান হোসে হিমেনেস।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের এমন লড়াকু খেলায় সন্তুষ্টি প্রকাশ করেন সিমেওনে।

"২-০ ব্যবধানে পিছিয়ে পরার পর অনেকে মনে করেছিল ম্যাচ শেষ, এমনকি তখন আমাদের খেলোয়াড় ১০ জন। তবে আমরা কখনও হাল ছাড়ি না। আমরা এমন একটি ফল পেয়েছি যেটা অসম্ভব দেখাচ্ছিল।"