কৌতিনিয়োকে পেতে বার্সার আরেকটি প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

ফিলিপে কৌতিনিয়োকে দলে নিতে অনেক দিন ধরে চেষ্টা করে যাওয়া বার্সেলোনার তৃতীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 04:11 PM
Updated : 19 August 2017, 09:12 AM

বিবিসি জানায়, ব্রাজিলের এই মিডফিল্ডারকে কিনতে সবশেষ প্রায় সাড়ে ১২ কোটি ইউরোর প্রস্তাব দেয় বার্সেলোনা। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি নাকচ করে দেয় ইংল্যান্ডের ক্লাবটি।

গত সপ্তাহে বার্সেলোনার ১০ কোটি ইউরোর প্রস্তাব লিভারপুল ফিরিয়ে দিয়েছিল।

পিঠের চোটের কারণে লিভারপুলের মৌসুমের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি কৌতিনিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি বারবারই বলে আসছে, তাকে কিছুতেই ছাড়া হবে না।

স্পেনের ক্লাবটি সম্প্রতি জানায়, কৌতিনিয়োর সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি অবস্থায় আছে তারা।

বার্সেলোনার মহাব্যবস্থাপক পেপ সেগুরার ওই মন্তব্যের জবাবে বৃহস্পতিবার লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, “এই মানুষগুলো কেন এসব বলছে আমি জানি না। এমনকি আমি তাদের চিনিও না-বিশেষ করে এই ব্যক্তিকে। এমনকি তার সঙ্গে আমার কখনও দেখাও হয়নি।”

আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য নেইমার সম্প্রতি রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পর কৌতিনিয়োকে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডের উসমান দেম্বেলেকেও কেনার চেষ্টায় আছে কাতালান ক্লাবটি।

গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন কৌতিনিয়ো। এই চুক্তিতে কোনো বাই আউট ক্লজ নেই।

শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলবেন না কৌতিনিয়ো।