রিয়াল অপরাজেয় নয়: ভালভেরদে

রিয়াল মাদ্রিদ দাপটের সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জিতলেও বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের মতে, দলটি অপরাজেয় নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 06:54 AM
Updated : 17 August 2017, 01:25 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় শিরোপা জিতে জিনেদিন জিদানের দল।

কাম্প নউয়ে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে প্রথম লেগে ৩-১ গোলে হারা বার্সেলোনা রিয়ালের মাঠেও ভালো খেলতে পারেনি। মার্কো আসেনসিও ও করিম বেনজেমার গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ বলেন, “অপরাজেয় কোনো দল নেই… আমাদের যা দরকার- জেতা ও নিখুঁত হওয়া।”

“এটা সত্যি যে আমরা শিরোপাটি হারিয়েছি। তারা ভালো শুরু করেছিল। আমাদের প্রথমার্ধের শুরু ও দ্বিতীয়ার্ধও খুব ভালো হয়নি। ম্যাচে ফিরতে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি।”

আগামী রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারের লড়াই। দলের ঘুরে দাঁড়ানো নিয়েই এখন ভালভেরদের ভাবনা।

“মানসিক দিক থেকে আমাদের দ্রুত সেরে উঠতে হবে। কারণ, লা লিগা শুরু হচ্ছে। প্রাক-মৌসুমের শেষটা হলো সুপার কাপ। যদিও শিরোপাটি আমরা জিততে চেয়েছিলাম। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের অন্য কোনো উপায় নেই।”