আর্জেন্টিনা দলে আগুয়েরো, বাদ হিগুয়াইন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সের্হিও আগুয়েরো। হোর্হে সাম্পাওলির দলে জায়গা মেলেনি গনসালো হিগুয়াইনের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 10:43 AM
Updated : 12 August 2017, 10:45 AM

আগামী ৩১ অগাস্ট উরুগুয়ের মাঠে খেলার পর ৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে আর্জেন্টিনা।

সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে গত জুনে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে সেভিয়ার সাবেক এই কোচের অধীনে প্রীতি ম্যাচ খেলেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দারুণ ফর্মের পরও ওই দুই প্রীতি ম্যাচে জাতীয় দলে জায়গা পাননি আগুয়েরো।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ফেরায় ইউভেন্তুস তারকা হিগুয়াইনের অভাব তেমন বোধ হবে না। আক্রমণভাগে নিজের জায়গা ধরে রেখেছেন ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দি।  

সাম্পাওলির রক্ষণভাগে রয়েছেন আগুয়েরোর ক্লাব সতীর্থ নিকোলাস ওতামেন্দি। আছেন সেভিয়ার ৩৩ বছর বয়সী সেন্টার-ব্যাক নিকোলাস পারেহা।

মাঝ মাঠের খেলোয়াড়দের মধ্যে আছেন স্পোর্তিং সিপির মার্কোস আকুনা, বেনফিকার এদুয়ার্দো সালভিও ও এসি মিলানের লুকাস বিগলিয়া।

সরাসরি ২০১৮ বিশ্বকাপ খেলা নিয়ে অনেকটা শঙ্কায় আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান এখন পাঁচে। বাছাই পর্বে তাদের হাতে আছে আর চারটি ম্যাচ।

এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সের্হিও রোমেরো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস পারেহা।   

মিডফিল্ডার: মার্কোস আকুনা, এভার বানেগা, লু্কাস বিগলিয়া, আনহেল দি মারিয়া, আউগুস্তো ফের্নান্দেস, মানুয়েল লানসিনি, লিয়েন্দ্রো পারেদেস, গিদো পিসাররো, এদুয়ার্দো সালভিও।

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, হোয়াকিন কোররেয়া, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও লিওনেল মেসি।