জার্মানিকে সরিয়ে শীর্ষে ব্রাজিল

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক মাসের ব্যবধানে কনফেডারেশন্স কাপ জয়ী জার্মানিকে সরিয়ে শীর্ষে ফিরেছে ব্রাজিল। এক ধাপ নিচে নেমে বিশ্ব চ্যাম্পিয়নরা এখন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 01:58 PM
Updated : 10 August 2017, 01:58 PM

এক ধাপ এগিয়ে ১৯৯৩ সালের অগাস্টের পর সর্বোচ্চ অবস্থান চতুর্থ স্থানে আছে সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে পোল্যান্ড, র‌্যাঙ্কিংয়ে এটাই দলটির সর্বকালের সর্বোচ্চ অবস্থান।

দল দুটির উন্নতিতে দুই ধাপ অবনমন হয়েছে কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া পর্তুগালের। ইউরোপ সেরা দলটি আছে ষষ্ঠ স্থানে।

অবস্থানে উন্নতি-অবনতি কোনোটাই হয়নি কনফেডারেশন্স কাপের রানার্স-আপ চিলির। সপ্তম স্থানে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

অষ্টম স্থান ধরে রেখেছে কলম্বিয়া। এক ধাপ এগিয়ে নবম স্থানে বেলজিয়াম, এক ধাপ পিছিয়ে দশম স্থানে ফ্রান্স।

এক ধাপ উন্নতি নিয়ে বাংলাদেশ আছে ১৮৯তম স্থানে।