সাইফ স্পোর্টিংয়ের টানা দ্বিতীয় জয়

পুরোটা সময় আধিপত্য করে খেললেও সাইফ স্পোর্টিংয়ের জয়ের ব্যবধানটা বড় হয়নি। তপু বর্মনের একমাত্র গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিগের নবাগত দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 03:37 PM
Updated : 9 August 2017, 03:37 PM

আগের ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে আসা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বুধবার সাইফ স্পোর্টিং জিতেছে ১-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি পায় সাইফ স্পোর্টিং। কিন্তু ৩৪তম মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও হতাশ হতে হয় সাইফ স্পোর্টিংকে। মতিন মিয়ার ক্রসে টোকা দেওয়ার কাজটুকুও করতে পারেননি গোলমুখে থাকা কলম্বিয়ান ফরোয়ার্ড এম্বের আর্লে ভালেন্সিয়া।

৫৪তম মিনিটে লিগের নবাগত দলটির হতাশা আরও বাড়ে। সতীর্থের ক্রসে রিয়াদুল হাসানের হেড এক ডিফেন্ডোরের পায়ে লেগে ক্রসবার উঁচিয়ে বেরিয়ে যায়। পরের মুহূর্তেই অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দে মাতে সাইফ স্পোর্টিং। রিয়াদুলের ক্রসে তপুর হেড ড্রপ খেয়ে ঠিকানা খুঁজে পায়।

এ গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত হয় সাইফ স্পোর্টিংয়ের। আবাহনীর কাছে ৩-২ গোলে হেরে শুরু করা সাইফ স্পোর্টিং দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছিল ১-০ ব্যবধানে। তিন ম্যাচে দলটির পয়েন্ট ৬।

সমান ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট ৩। চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ফরাশগঞ্জ।

তিন রাউন্ড শেষে সমান ৯ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী।

বুধবার প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ ব্যবধানে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিল:

অবস্থান

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল দেওয়া

গোল খাওয়া

পার্থক্য

পয়েন্ট

শেখ জামাল

-

-

+৪

চট্টগ্রাম আবাহনী

-

-

+৩

রহমতগঞ্জ

-

+২

আবাহনী লিমিটেড

-

+১

সাইফ স্পোর্টিং

-

+১

মুক্তিযোদ্ধা সংসদ

-

-০

শেখ রাসেল

+২

ব্রাদার্স ইউনিয়ন

-

-১

ফরাশগঞ্জ

-

-২

১০

বিজেএমসি

-

-৩

১১

মোহামেডান

-

-

-৪

১২

আরামবাগ

-

-

-৫