পিএসজির হয়ে অনেক শিরোপা জয়ের প্রত্যাশা নেইমারের

মাঠ ভর্তি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পাক দে পাঁসে ঢুকলেন নেইমার। প্রথমবারের মতো পিএসজির সমর্থকদের সামনে এসে শোনালেন অনেক শিরোপা জয়ের প্রত্যাশার কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 06:50 PM
Updated : 11 August 2017, 03:08 PM

২২ কোটি ২০ লাখ ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি দেওয়া নেইমার আনুষ্ঠানিভাবে পিএসজির স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে আসেন শুক্রবার। আর শনিবার নতুন মৌসুমে লিগে দলের প্রথম ম্যাচে দর্শকদের সামনে হাজির হলেন।

নতুন শিরোপা ও নতুন চ্যালেঞ্জ জয়ের প্রত্যাশার কথা বলেছিলেন আগের দিনই। বললেন আবারও।

“নতুন চ্যালেঞ্জের জন্য আমি এখানে এসে উচ্ছ্বসিত। আপনাদের সঙ্গে নিয়ে আমি অনেক শিরোপা জিততে চাই। আর এসব শিরোপা জিততে আমার আপনাদের সমর্থন প্রয়োজন।”

নথিপত্র সংক্রান্ত জটিলতায় দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনা থেকে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গ্যালারিতে বসে উপভোগ করেছেন পিএসজির প্রত্যাশিত জয়।

আমিয়াঁকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে যাত্রা শুরু করেছে পিএসজি। ৪২তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে।

টানা চারবার ফরাসি লিগ জেতা পিএসজি গতবছর মোনাকোর পিছনে থেকে রানার্সআপ হয়।