লন্ডনের ট্র্যাকে হতাশ করলেন মেজবাহ

দেশের দ্রুততম মানব হওয়ার আত্মবিশ্বাস নিয়ে লন্ডনের ট্র্যাকে নেমেছিলেন মেজবাহ আহমেদ। কিন্তু হতাশ করেছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে নিজের ব্যক্তিগত সেরা টাইমিং বা মৌসুম সেরা টাইমিংয়ের কাছাকাছিও যেতে পারেননি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 07:37 AM
Updated : 5 August 2017, 09:00 AM

অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে ১১ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করা মেজবাহ হিটে ওঠার আগের প্রিলিমিনারি রাউন্ড থেকে ছিটকে পড়েন।
 
প্রিলিমিনারি রাউন্ডে অংশ নেওয়া ২৮ প্রতিযোগীর মধ্যে ১৯তম হন মেজবাহ। যে ১৪ জন হিটে উঠেছেন, তাদের মধ্যে সর্বশেষ জনের টাইমিং ১০ দশমিক ৭১ সেকেন্ড।
 
ভারতের গুয়াহাটিতে গত এসএ গেমসের ১০ দশমিক ৭২ সেকেন্ড মেজবাহ ব্যক্তিগত সেরা টাইমিং। আর ভারতের ভুবনেশ্বরে ১০ দশমিক ৮৮ সেকেন্ড টাইমিং তার মৌসুম সেরা।
 
জাতীয় সামার অ্যাথলেটিক্সে ১০ দশমিক ৩০ সেকেন্ড নিয়ে ১০০ মিটারে সেরা হন মেজবাহ। অবশ্য এটা হ্যান্ড-টাইমিং।