‘বড় স্বপ্ন দেখতে’ পিএসজিতে নেইমার

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকার আকাঙ্ক্ষা থেকে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসেননি বলে দাবি নেইমারের। বরং ফরাসি এই ক্লাবের হয়ে ব্রাজিলের এই ফরোয়ার্ড দেখতে চান আরও বড় স্বপ্ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 04:07 PM
Updated : 4 August 2017, 04:56 PM

অনেক নাটকীয়তার পর বৃহস্পতিবার ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পাঁচ বছরের জন্য পিএসজিতে নাম লেখান ব্রাজিলের এই খেলোয়াড়। শুক্রবার ক্লাবটির স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে আসেন তিনি।

বলা হচ্ছে, নেইমার তার ক্লাবের মুল আকর্ষণ হতে চান, যেটা পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির উপস্থিতির কারণে বার্সেলোনায় তার হয়ে ওঠেনি।

নেইমারের ভাবনাটা এমন নয়। সাংবাদিকদের তিনি বলেন, “এটা আমার সিদ্ধান্তে আদৌ প্রভাব ফেলেনি। আমি প্যারিসে আসতে চেয়েছিলাম। এটার সঙ্গে শুধু আমার নতুন চ্যালেঞ্জ নেওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কিত, বার্সেলোনায় নিজেকে বড় একজন তারকা মনে করতে হতে পারিনি এই কারণে নয়। প্যারিসেও আমি এটা খুঁজছি না।”

“আমি এখানে নতুন শিরোপা ও নতুন চ্যালেঞ্জগুলোর জন্য এসেছি যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আরও বড় স্বপ্ন দেখতে চাই।”

নতুন ক্লাবটির হয়ে খেলতে তর সইছে না নেইমারের।

“আমার নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করতে আমি মুখিয়ে আছি। এটা উচ্চাকাঙ্ক্ষার প্রশ্ন। আমি আরও বড় কিছু চাই, আরও বড় একটি চ্যালেঞ্জ চাই। আমার হৃদয় এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কারণেই আমি এখানে।”

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার সিদ্ধান্তটি জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ছিল বলে জানান নেইমার।