নেইমার 'ব্যয়বহুল' নয়

বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে কিনতে যাচ্ছে পিএসজি। অর্থের এই অঙ্কে অনেকের চোখ কপালে উঠলেও জোসে মরিনিয়োর মতে, এটা 'ব্যয়বহুল' নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 12:53 PM
Updated : 3 August 2017, 02:53 PM

তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের মতে, বিশাল অঙ্কের এই ট্রান্সফার ফি ভবিষ্যতে নানা সমস্যার কারণ হতে পারে।

বুধবার ব্রাজিলের ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনাকে জানান, কাম্প নউ ছাড়তে চান তিনি। কাতালান ক্লাবটিও তাকে অনুমতি দিয়েছে।

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য উয়েফা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম থাকা সত্ত্বেও এত বেশি অর্থে নেইমারের সম্ভাব্য দল বদলের সমালোচনা করেছেন। 

তিনি বলেন, "আমি ভেবেছিলাম, ফেয়ার প্লে বানানো হয়েছিল যাতে করে এই ধরনের পরিস্থিতিগুলো না ঘটতে পারে।"

গত বছরের অগাস্টে সাড়ে ১০ কোটি ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে ইউভেন্তুস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান পল পগবা। তার দ্বিগুনের চেয়ে বেশি অর্থ দিয়ে নেইমারকে কিনতে যাচ্ছে পিএসজি।

এ প্রসঙ্গে মরিনিয়ো বলেন, "নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। বাণিজ্যিক দিক থেকে সে খুবই শক্তিশালী। আর পিএসজি নিশ্চিতভাবেই এই বিষয়ে চিন্তা করেছে। তাই আমি মনে করি, নেইমার কোনো সমস্যা না; নেইমারের দল বদলের ফলগুলো সমস্যা।"

সাম্প্রতিক সময়ের বিভিন্ন দল বদলের বিবেচনায় নেইমারের বিষয়টা মরিনিয়োর কাছে অস্বাভাবিক লাগছে না।

"এখন আপনি ১০ কোটি, ৮ কোটি ও ৬ কোটি পাউন্ডে অনেক খেলোয়াড়কে কিনতে পারবেন-এদিক থেকে সে ব্যয়বহুল। আমার মতে, এটাই সমস্যা।"