নেইমারের বার্সা ছাড়ার অনুমতি মিলেছে

পিএসজির আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নেইমারকে কাম্প নউ ছাড়ার অনুমতি দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2017, 08:45 AM
Updated : 2 August 2017, 03:17 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দলের অনুশীলনের সময় সতীর্থদেরকে নেইমার জানান, বার্সেলোনা ছাড়তে চান তিনি।

এরপর কোচ এরনেস্তো ভালভেরদে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে অনুশীলন না করে তার ‘ভবিষ্যৎ নির্ধারণের’ অনুমতি দেন।

অনেক দিন ধরে জোরালো গুঞ্জন চলছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি।

২০১৩ সালে সান্তোস থেকে আসা নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে একশর বেশি গোল করেছেন। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন তিনি।

কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড।