ছয় গোলের রোমাঞ্চে রহমতগঞ্জ জয়ী

দুই দফা পিছিয়ে পড়ে সমতায় ফিরেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু পরে হজম করা দুই গোল আর শোধ করতে পারেনি তারা। ৪-২ ব্যবধানে জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভসূচনা করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 02:29 PM
Updated : 31 July 2017, 03:12 PM

রহমতগঞ্জের জয়ে জোড়া গোল করেন রাশেদুল ইসলাম শুভ। অপর দুই গোলদাতা মানডে ওসাগি ও ইসমাইল বাঙ্গুরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। মোহাম্মদ সোহেলের আড়াআড়ি পাস থেকে পাওয়া বল দারুণ শটে জালে জড়িয়ে দেন শুভ।

চার মিনিট পর সমতায় ফেরে আরামবাগ। সুমন দের ক্রসে এলামলি বুকোলার হেডে পরাস্ত হন গোলরক্ষক মোহাম্মদ রাজীব।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় রহমতগঞ্জ। ডি-বক্সের একটু ওপর থেকে নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন। পেনাল্টি থেকে ছয় মিনিট পর আরামবাগকে সমতায় ফেরান ক্যামেরুনের ফরোয়ার্ড ইকাঙ্গা।

৭৭ তম মিনিটে শুভর ক্রস ব্যাক হেডে জালে জড়িয়ে দেন বাঙ্গুরা। পাঁচ মিনিট পর আরামবাগের ম্যাচে ফেরা আরও কঠিন করে দেয় কামাল বাবুর দল। বাঁ দিক থেকে ডি বক্সে ডুকে ডিফেন্ডার রকিকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন শুভ।