নেইমার বার্সা ছাড়লে খুশি রিয়াল অধিনায়ক

নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন দিনে দিনে বেড়েই চলেছে। শেষ পর্যন্ত সেটা সত্যি হলে বেশ খুশি হবেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 10:38 AM
Updated : 30 July 2017, 12:29 PM

স্পেনের ঘরোয়া ফুটবলে বিশেষ করে লা লিগার শিরোপা লড়াইটা অধিকাংশ সময় এই দুই দলের মধ্যেই হয়ে থাকে। গতবারও যেমন প্রতিযোগিতার শেষ রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় রিয়াল। তাই রামোসের মতে, নেইমার বার্সেলোনা ছাড়লে রিয়ালের সমস্যা কমবে।

ফ্রান্সের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে পিএসজি ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করতে প্রস্তুত। ব্যক্তিগত বিষয়গুলোতে পিএসজির সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছেন নেইমার।

তাকে পেতে ফরাসি ক্লাবটি কেন এত মরিয়া সেটা রিয়ালের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আরও একবার দেখালেন নেইমার।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দলের ৩-২ ব্যবধানের জয়ে সতীর্থ ইভান রাকিতিচ ও জেরার্দ পিকেকে দিয়ে দুটি গোল করান তিনি। প্রস্তুতিমূলক টুর্নামেন্টে আগের দুই ম্যাচে বার্সেলোনার করা তিন গোলের সবকটিই তার।

যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ক্লাসিকো’ শেষে নেইমারের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে রামোস বলেন, “আমি জানি না। সবাই তাদের নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে স্বাধীন। আশা করি, সে চলে যাবে। এটা আমাদের জন্য কম সমস্যার হবে।”

ম্যাচ শেষে নেইমারের সঙ্গে জার্সি বদল করেন রামোস। তার আশা, বার্সেলোনার নেইমারের সঙ্গে হয়তো এটাই তার শেষ জার্সি বদল।