নেইমারকে মুখ খুলতে বললেন পুয়োল

বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন দিনে দিনে আরও জোরালো হচ্ছে। পুরো বিষয়টি পরিষ্কার করতে তাই বার্সেলোনার এই ফরোয়ার্ডের কথা বলা প্রয়োজন বলে মনে করেন তার সাবেক সতীর্থ কার্লোস পুয়োল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 12:43 PM
Updated : 29 July 2017, 03:50 PM

মায়ামিতে শুক্রবার এক অনুষ্ঠানে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি নেইমার।

কয়েকটি গণমাধ্যমের খবর নেইমারকে দলে টানতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারও ফরাসি ক্লাবটিতে যেতে রাজি।

বার্সেলোনার সাবেক অধিনায়ক পুয়োলের মতে, নেইমারের কথা বলার এটাই সময়।

স্পেনের সাবেক এই ডিফেন্ডার মার্কাকে বলেন, “আমি জানি না কী হতে যাচ্ছে। সে কী করতে চায় এ বিষয়ে তাকেই কথা বলতে হবে ও ব্যাখ্যা করতে হবে।… সিদ্ধান্তটি তারই নেওয়া উচিত।”

“আমি জানি না, তার চলে যাওয়ার স্বপ্ন আছে কি-না। কিন্তু পুরো ক্যারিয়ার একই দলে থাকাটা একজন খেলোয়াড়ের জন্য কঠিন। ফুটবল পরিবর্তন হচ্ছে। তবে এখনও কিছু উদাহরণ আছে- লিওনেল মেসি, সের্হিও বুসকেতস, আন্দ্রেস ইনিয়েস্তা। আমি মনে করি, তার (নেইমারের) এই জার্সির জন্য ভালোবাসা আছে কিন্তু আরও কিছু বিষয়ও আছে।”