জার্মানিতে দারুণ ছন্দে সিদ্দিকুর

পোরশে ইউরোপিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে দারুণ আলো ছড়াচ্ছিলেন সিদ্দিকুর রহমান। বৃষ্টিতে পানি জমায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 02:06 PM
Updated : 28 July 2017, 02:10 PM

জার্মানির হামবুর্গের গ্রিন ইগল গলফ কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা বন্ধের আগে ১৮ হোলের মধ্যে ১২ হোলের খেলা শেষ করতে পারেন সিদ্দিকুর। এর মধ্যে করেন ছয়টি বার্ডি ও একটি বোগি।

পারের চেয়ে সাত শট কম খেলেছেন এশিয়ান ট্যুরের ‍দুটি শিরোপা জেতা এই গলফার।

২০ লাখ ইউরো প্রাইজমানির এই আসরে প্রথম রাউন্ড শেষে ৩৩তম স্থানে ছিলেন সিদ্দিকুর।