রিয়ালে থেকে আরও শিরোপা চান রোনালদো

রিয়াল মাদ্রিদে থেকেই আরও অনেক শিরোপা জিততে চান ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 09:38 AM
Updated : 25 July 2017, 09:38 AM

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, সান্তিয়াগো বের্নাবেউ ছাড়তে চান রোনালদো। পর্তুগিজ অধিনায়ককে পাওয়ার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির আগ্রহের খবরও আসে সংবাদ মাধ্যমে।
 
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ২০১২ সালের পর প্রথমবারের মতো লা লিগা জয়সহ রিয়ালের চারটি শিরোপা জয়ের পেছনে বড় অবদান ছিল রোনালদোর।  
 
রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকা ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের নজর এখন আরও উন্নতির দিকে। গত মৌসুমের থেকে আরও বেশি সাফল্য চান তিনি।
 
“ব্যক্তিগত অর্জনগুলোর মতোই গত বছরে আমার ক্লাবের হয়ে বড় শিরোপাগুলো জয় ছিল বিশাল কিছু। আবারও এমনটা করা ভালো হবে।”
 
“বছরের পর বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি এটা করা চালিয়ে যাবো। ফুটবল আমার জীবন, এটা আমার নেশা।”
 
ধারণা করা হচ্ছে, এবারও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতবেন রোনালদো। তাই হলে, সবচেয়ে বেশি পাঁচবার জেতা বার্সেলোনা তারকা লিওনেল মেসির পাশে নাম লেখাবেন পর্তুগালের এই ফরোয়ার্ড।