‘মেসির উন্নতি করা শেষ হয়ে যায়নি’

আসন্ন নতুন মৌসুমে বার্সেলোনা তারকা লিওনেল মেসির আরও উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার তিয়েরি অঁরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 10:57 AM
Updated : 24 July 2017, 10:57 AM

মৌসুম শুরু হওয়ার আগে নিউ ইয়র্কে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। শনিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে ইউভেন্তুসকে ২-১ গোলে হারায় এরনেস্তো ভালভেরদের দল।    

নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা ফরোয়ার্ড মেসির প্রশংসায় পঞ্চমুখ অঁরি, “সে প্রতিটা ম্যাচই খেলতে চায়, প্রতিদিন অনুশীলন ও কঠোর পরিশ্রম করতে চায়।”

বার্সেলোনার শুভেচ্ছা দূতের দায়িত্বে থাকা ফ্রান্সের সাবেক এই খেলোয়াড় মনে করেন, মেসির সেরাটা এখনও দেখেনি বিশ্ব।

বার্সা টিভিকে অঁরি বলেন, “এখন সে অনেক গোলের সুযোগ তৈরি করে। আমি মনে করি, সে দলের জন্য যা করে মানুষ এসব নিয়ে যথেষ্ট পরিমান আলোচনা করে না। মেসির উন্নতি এখনই শেষ হয়ে যায়নি, সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।”

মেসির সতীর্থ নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে অঁরির মতে, বার্সেলোনায় মেসি-সুয়ারেস-নেইমারের ত্রয়ী টিকে থাকলে তাদের আটকানো কঠিন হবে।

“আক্রমণভাগে এই তিন জন মানে ভীতিকর কিছু। তারা যেভাবে খেলে, গোল করে এবং একে অপরকে গোলে সহায়তা করে- তাতে তাদের থামানো খুবই কঠিন।”