পেনাল্টি মিসের মহড়ায় ম্যানইউর কাছে হারল রিয়াল

যুক্তরাষ্ট্র সফরে অপরাজিত রইল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 03:58 AM
Updated : 24 July 2017, 03:58 AM

রোববার ক্যালিফোর্নিয়ায় নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলের সমতা থাকার পর গোলরক্ষক দাভিদ দে হেয়ার নৈপুণ্যে টাইব্রেকারে ২-১ গোলে জিতে ইউনাইটেড। শুটআউটে ১০টির মধ্যে সাতটি পেনাল্টিতেই গোল হয়নি।

স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া মাতেও কোভাসিচ ও অস্কার রদ্রিগেসের পেনাল্টি ফিরিয়ে দেন। নির্ধারিত সময়ে রিয়ালকে পেনাল্টি থেকে সমতায় ফেরানো কাসেমিরো টাইব্রেকারে শট নেন ক্রসবারে।

এর আগে প্রথমার্ধের শেষ দিকে অঁতনি মার্সিয়ালের বানিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন জেসি লিনগার্ড।

পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রাজিলের কাসেমিরো। ডি-বক্সে ইউনাইটেডে নতুন আসা ডিফেন্ডার ভিক্তর লিন্দেলভ তেও এরনঁদেজকে ফেলে দিলে স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

জিনেদিন জিদানের দল প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে হারলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে টানা চার ম্যাচে অপরাজিত থাকল ইউনাইটেড।

আগামী মাসে মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে উয়েফা সুপার কাপে আবার মুখোমুখি হবে রিয়াল ও ইউনাইটেড।