ফিলিস্তিনের কাছে হার দিয়ে শেষ যুবাদের

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। স্বাগতিক ফিলিস্তিনের কাছে অ্যান্ড্রু অর্ডের দলের হার ৩-০ ব্যবধানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 07:09 PM
Updated : 23 July 2017, 07:09 PM

এ নিয়ে বাছাই পর্বে টানা তিন ম্যাচই হারল বাংলাদেশ। জর্ডানের কাছে ৭-০ গোলে হেরে যাত্রা শুরু করা অর্ডের দল দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও তাজিকিস্তানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল।

হেবরনের দুরা স্টেডিয়ামে রোববার ফিলিস্তিনের জয়ে তিনটি গোলই করেন অধিনায়ক আবুওয়ারদা মাহমুদ।

আগের দুই ম্যাচে আনিসুর রহমান জিকো ব্যর্থ হওয়ার পর গোলপোস্টের নিচে মোহাম্মদ নাইমকে দায়িত্ব দেন অর্ড। কিন্তু অস্ট্রেলিয়ান কোচের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। নাইমও পারেননি গোল আটকাতে।

অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহমুদ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন ফিলিস্তিনের এই মিডফিল্ডার।

দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ‘ই’ গ্রুপের বাছাই পর্ব শেষ করল ফিলিস্তিন। ৬ পয়েন্ট নিয়ে জর্ডান দ্বিতীয়। ৪ পয়েন্ট নিয়ে তাজিকিস্তান তৃতীয়। তলানিতে থাকা বাংলাদেশ পয়েন্টের খাতাই খুলতে পারেনি।