সামার অ্যাথলেটিক্সে সেরা আল আমিন-সুমি

জাতীয় সামার অ্যাথলেটিক্সের সেরা খেলোয়াড় হয়েছেন আল আমিন ও সুমি আক্তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 02:45 PM
Updated : 22 July 2017, 03:51 PM

১ হাজার ৫০০ মিটার ও পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা এবং ৮০০ মিটারে ব্রোঞ্জ জেতা সেনাবাহিনীর আল আমিনকে পুরুষ বিভাগের সেরা নির্বাচিত করেছেন বিচারকরা।

মেয়েদের বিভাগে সেরা সেনাবাহিনী দলের সুমি ৮০০ মিটার, ১ হাজার ৫০০ মিটার ও ৩ হাজার মিটারে সোনা ও ৪০০ মিটারে রূপা জিতেছেন।

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী ১৮টি সোনা, ১৭টি রূপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে সেরা হয়েছে।

দ্বিতীয় হওয়া নৌবাহিনী জিতেছে ১২টি সোনা, ১১টি রূপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক।

৪টি সোনা, ৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে তৃতীয় বাংলাদেশ জেল।

শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ৫ হাজার মিটারে আল আমিন সোনা জিততে সময় নেন ১৬ মিনিট ৩ দশমিক ১০ সেকেন্ড।

১০০ মিটার রিলেতে মেজবাহ আহমেদ-আব্দুর রউফ-এম ইসমাইল-কাজী শাহ ইমরান ৪১ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীকে সোনা এনে দিয়েছেন। মেয়েদের বিভাগে সুস্মিতা-শরিফা-বর্ষা-কনা সেনাবাহিনীকে সোনা এনে দিয়েছেন ৪৯ দশমিক ৪০ সেকেন্ডে দৌড় শেষ করে।

ছেলেদের পোল ভোল্টে শরিফুল ইসলাম (৩ দশমিক ৮০ মিটার), জ্যাভলিন থ্রোয়ে পাপিয়া আক্তার (৩৮ দশমিক ৯৭ মিটার), শটপুটে মামুন সিকদার (১৩ দশমিক ৭৬ মিটার) সোনা জিতেছেন।

মেয়েদের হাইজাম্পে রত্না খাতুন (১ দশমিক ৬০ মিটার), ৩ হাজার মিটার স্প্রিন্টে সুমী আক্তার (১২ মিনিট ৮ দশমিক ৭০ সেকেন্ড) সোনা জিতেছেন।

২০ কিলোমিটার হাঁটায় আব্দুর রহিম (১ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড), ১০০ মিঃ হার্ডলস সুমিতা রানী দাস (১৫ দশমিক ৩০ সেকেন্ড) সেরা হয়েছেন।

আয়েশা আক্তার

৪০০ মিটারে ছেলেদের বিভাগে সাইফুল ইসমাইল খান (৪৯ দশমিক ১০ সেকেন্ড) ও মেয়েদের বিভাগে আয়েশা আক্তার (৫৯ দশমিক ৩০ সেকেন্ড) সোনা জিতেছেন।

ডিসকাস থ্রোয়ে জাফরিন আক্তার (৩৪ দশমিক ৬৫ মিটার), ৩০০০ মিটারে সোহেল রানা (১০ মিনিট ২৯ সেকেন্ড), ট্রিপল জাম্পে এম মনজুরুল মোল্লা (১৪ দশমিক ৮৩ মিটার),  ৮০০ মিটারে সুমি আক্তার (২ মিনিট ২৯ দশমিক ৭০ সেকেন্ড), ডিসকাস থ্রোয়ে (পুরুষ) মামুন সিকদার (৪৩ দশমিক ৭০মিটার), হ্যামার থ্রোয়ে লিটন রহমান (৪৬ দশমিক ৮৮ মিটার), ১১০ মিটার হার্ডলসে মির্জা হাসান (১৪ দশমিক ৮০ সেকেন্ড), ৮০০ মিটার দৌড় (পুরুষ) খোন্দকার কিবরিয়া (১ মিনিট ৫৭ দশমিক ৪০ মিনিট) সেরা হয়েছেন।

এছাড়াও লং জাম্পে এম আল আমিন (৭ দশমিক ৩৬ মিটার), জ্যাভলিন থ্রোয়ে নাজমুল হাসান (৬২ দশমিক ৫৬ মিটার), ১০ হাজার মিটার দৌড়ে সোহেল রানা (৩৬ মিনিট ৭ দশমিক ১০ সেকেন্ড), ৪০০ মিটার রিলের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী (৩ মিনিট ১৮ দশমিক ৮০ সেকেন্ড) ও মহিলা বিভাগে নৌবাহিনী ৪ মিনিট ০ দশমিক ১০ সেকেন্ড) সেরা হয়।