ম্যান সিটিতে যোগ দিচ্ছেন ফ্রান্সের মঁদি

ফ্রান্সের লেফট-ব্যাক বাঁজামাঁ মঁদিকে দলে নিতে তার বর্তমান ক্লাব মোনাকোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 01:45 PM
Updated : 24 July 2017, 01:57 PM

গত বছরের জুনে মার্সেই ছেড়ে মোনাকোতে যোগ দিয়েছিলেন মঁদি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ কোটি ৭৫ লাখ ইউরোয় সিটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাবটি অবশ্য এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

১৭ বছরের মধ্যে গত মৌসুমে প্রথমবারের মতো মোনাকোর লিগ ওয়ান জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সময়ে ক্লাবটির হয়ে ৩৪টি ম্যাচ খেলেন তিনি।   

মঁদির ট্রান্সফার ফি ছাড়িয়ে যেতে পারে রাইট-ব্যাক কাইল ওয়াকার ও গতবছর সিটিতে আসা জন স্টোনসের মূল্য। চলতি মাসের শুরুতে ওয়াকারকে প্রায় ৫ কোটি ইউরো দিয়ে কিনেছে সিটি। আর স্টোনসকে কিনতে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো খরচ হয়েছিল তাদের।

চলতি দল-বদলে পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও ব্রাজিলের গোলরক্ষক এদেরসনকেও দলে ভিড়িয়েছে সিটি।