নেইমারকে নেওয়া পিএসজির জন্য অসম্ভব: বার্সা সভাপতি

বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, নেইমারের বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী দেওয়া পিএসজির জন্য অসম্ভব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 07:22 PM
Updated : 20 July 2017, 07:22 PM

কদিন ধরে গুঞ্জন চলছে বাই আউট ক্লজ খাটিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে দলে টানতে পারে ফ্রান্সের ক্লাব পিএসজি। এ প্রেক্ষাপটে এপিকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার অবস্থান পরিষ্কার করেন বার্তোমেউ।

“সামনের চার বছরের জন্য বার্সেলোনার সঙ্গে তার (নেইমারের) চুক্তি রয়েছে এবং অবশ্যই আমরা তার উপর ভরসা করি।”

“সে আমাদের দলের অংশ। সে বার্সেলোনার আক্রমণ ত্রয়ীর অংশ।”

নেইমারকে নিতে উয়েফার নিয়ম বাধা বলে দাঁড়াবে বলে মনে করেন বার্তোমেউ।

“আপনি যদি উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেন, তাহলে বাই আউট ক্লজ খাটানো অসম্ভব।”