লন্ডনে ১০০ মিটার ও রিলেতে দৌড়াবেন বোল্ট

আগামী মাসে লন্ডনে হতে যাওয়া অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 03:30 PM
Updated : 19 July 2017, 03:30 PM

আগামী ৪-১৩ অগাস্ট হতে যাওয়া এই প্রতিযোগিতায় এই দুই ইভেন্টে দৌড়ানোর বিষয়টি বুধবার নিজেই নিশ্চিত করেন ৩০ বছর বয়সী বোল্ট।

আটটি অলিম্পিক সোনা জয়ী বোল্ট বলেন, “আমার লক্ষ্য লন্ডনে জেতা। আমি জিতেই অবসর নিতে চাই।”

পুরুষ ১০০ মিটারের ফাইনাল হবে আগামী ৫ অগাস্ট। আর ১২ অগাস্টের রিলেতেই শেষবারের মতো ট্র্যাকে নামতে পারেন বোল্ট।

অলিম্পিকের গত তিন আসরে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেন বোল্ট। তবে তার সে অনন্য ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডটি আর নেই।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জ্যামাইকার ৪*১০০ মিটার রিলেতে সোনা জয়ী দলের সদস্য নেস্টা কার্টারের নিষিদ্ধ উপাদান নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিশ্বের দ্রুততম মানবের একটি অলিম্পিক সোনার পদক ফিরিয়ে দিতে হয়েছে।

গত ১১ জুন ঘরের মাঠ কিংস্টনে শেষবারের মতো ট্র্যাকে নামেন বোল্ট। নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ও ভুভুজেলা বাজিয়ে এই কিংবদন্তিকে বিদায় জানায় ৩০ হাজার সমর্থক।

লন্ডনের আগে আগামী শুক্রবার মোনাকোয় ডায়মন্ড লিগে ১০০ মিটারে অংশ নিবেন বোল্ট।