রাকিতিচ-গোমেসকে বিক্রি করবে না বার্সা

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন, ইভান রাকিতিচ বা আন্দ্রে গোমেসকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 02:06 PM
Updated : 17 July 2017, 02:18 PM

স্পেনের সংবাদমাধ্যমে খবর, পিএসজির মার্কো ভেরাত্তিকে দলে পেতে আগ্রহী বার্সেলোনা। সেজন্য প্রয়োজনীয় অর্থ পেতে এই দুই মিডফিল্ডারের একজনকে নাকি বিক্রি করতে চায় ক্লাবটি।

কিছু গণমাধ্যমে এমনও বলা হচ্ছে, পিএসজিকে রাজি করাতে বার্সেলোনা সাড়ে ৬ কোটি ইউরোর সঙ্গে রাকিতিচকে দেওয়ার প্রস্তাবও দিতে পারে।

তবে কাম্প নউয়ে রাকিতিচ ও গোমেসের ভবিষ্যত নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভালভেরদে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তারা আমার খেলোয়াড়। তারা আমার পরিকল্পনায় আছে।" 

নতুন খেলোয়াড় কেনা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই ভালভেরদের। বার্সেলোনার নতুন কোচের মতে, দারুণ সব খেলোয়াড়ে গড়া তার দল এমনিতেই সমৃদ্ধ।

"সম্ভাব্য সেরা দলটা আমি পেয়েছি। এটাকে আরও ভালো করাটা খুব কঠিন। কারণ, আমাদের খেলোয়াড়রা উঁচু মানের।"