কখনও রিয়াল ছাড়ার চিন্তা করেননি বেল

রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা কখনোই ভাবেননি বলে জানিয়েছেন গ্যারেথ বেল। স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলটিতে নিজের জায়গার জন্য লড়াই করতে প্রস্তুত ওয়েলসের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:27 AM
Updated : 17 July 2017, 11:35 AM

রিয়াল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডে বেল যোগ দিতে পারেন বলে গণমাধ্যমে গুঞ্জন আছে।

সংবাদমাধ্যমের খবর, ফরাসি উঠতি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে কিনতে জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল। এতে ২৮ বছর বয়সী বেলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাতে অবশ্য মোটেও চিন্তিত নন বেল। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি ছাড়তেও নারাজ তিনি।

স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কাকে তিনি বলেন, "আমি মাদ্রিদ ছাড়ার কথা চিন্তা করিনি।"

চোটের কারণে ২০১৬-১৭ মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে বেলকে। সব ধরনের প্রতিযোগিতায় ২৭ ম্যাচ খেলে করেন ৯ গোল।

"আমি জানি, জায়গা ফিরে পাওয়াটা কঠিন। কিন্তু সে জন্যই আমি রিয়াল মাদ্রিদে আছি।"