দীর্ঘ ভ্রমণ শেষে ফিলিস্তিনে বাংলাদেশ দল

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে দীর্ঘ ভ্রমণ শেষে ফিলিস্তিন পৌঁছেছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 10:52 AM
Updated : 17 July 2017, 06:26 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, জর্ডানের আম্মান থেকে বাসে চেপে লম্বা ভ্রমণ শেষে নিরাপদে ফিলিস্তিনের বেথলেহেমে পৌঁছে দল। বিশ্রাম নেওয়ার পর সোমবারই শিষ্যদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামবেন কোচ অ্যান্ড্রু অর্ড।
 
টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান ইসরাইলের সীমান্তে দলের ভোগান্তির কথা। তবে ফিলিস্তিনে নিজেদের থাকার জায়গা বেশ ভালো বলে জানান এই সাবেক খেলোয়াড়।
 
“অবশেষে আমরা ফিলিস্তিন পৌঁছেছি। এখানে সবকিছু বিশেষ করে থাকার ব্যবস্থা ভালো। সব দলই এক হোটেলে রয়েছে। মোহাম্মদ ইব্রাহিম দলের সঙ্গে যোগ দিয়েছে আম্মানে থাকতে।”
 
“ইসরাইলের সীমান্তে আমাদের সাড়ে তিন ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে, যেটা ছিল দুর্ভাগ্যজনক। প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণের পর আমরা পৌঁছেছি।”
 
আগামী বুধবার জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন।