এশিয়া কাপের ক্যাম্পে জিমি

এশিয়া কাপ সামনে রেখে হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 03:29 PM
Updated : 16 July 2017, 03:39 PM

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের বাইরে থাকা জিমিকে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন ফেডারেশনের কর্মকর্তারা। রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন জিমি। ফিরে সাংবাদিকদের কাছে ভালো কিছু করার প্রত্যয় জানান তারকা এই খেলোয়াড়।

“প্রায় বত্রিশ বছর পর আমাদের দেশে এশিয়া কাপ। এর আগেও আমরা খেলেছি, তবে দেশের বাইরে। এবার নিজেদের টার্ফে খেলা। সবকিছুই আমাদের। যদি সবাই নিজেদের সেরাটা দিতে পারে, আমি মনে করি ভালো ফল সম্ভব।”

“আমি মনে করি, দলের প্রত্যেক খেলোয়াড়েরও একটা লক্ষ্য থাকা উচিত, সেটা হচ্ছে-আমরা এমনভাবে খেলব এবং ফল বের করে আনব, যেন আমাদের পরেরবার বাছাই পর্ব খেলতে না হয়।”

গত হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর সময় ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে জিমি মন্তব্য করায় ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করে। এ কারণেই ক্যাম্পের শুরুর দিকে নির্বাচকরা তাকে ডাকেনি।

আগামী ১২ অক্টোবরে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের পরের আসর। আট দলের এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান সবাই স্বাগতিক বাংলাদেশের চেয়ে র্যা ঙ্কিংয়ে এগিয়ে।