ইউভেন্তুস ছেড়ে মিলানে বোনুচ্চি

সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস থেকে ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে নিয়েছে এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 12:09 PM
Updated : 15 July 2017, 12:09 PM

শনিবার মেডিকেল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন ইতালির এই খেলোয়াড়। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে কিনতে চার কোটি ইউরো লাগছে মিলানের দলটির।

ইউভেন্তুসের হয়ে গত সাত বছরে ছয়টি সেরি আ শিরোপা জেতা বোনুচ্চি বিদায়বেলায় এক বিবৃতিতে সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানান। ৩০ বছর বয়সী এই খেলোয়াড় অবশ্য মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কথা উল্লেখ করেননি। গণমাধ্যমের খবর অনুযায়ী, কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণেই দল ছাড়ছেন বোনুচ্চি।

গত ফেব্রুয়ারিতে পালের্মোর বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে কোচের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন বোনুচ্চি। এ কারণে চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তাকে দলের বাইরে রাখেন আল্লেগ্রি।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যাওয়া ম্যাচের বিরতিতেও কোচের সঙ্গে বোনুচ্চি তর্কে জড়িয়ে পড়েছিলেন বলে গণমাধ্যমে খবর বের হয়।