প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে সিলিচ

কঠিন লড়াই শেষে স্যাম কুয়েরিকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন মারিন সিলিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 04:06 PM
Updated : 14 July 2017, 04:06 PM

শুক্রবার সেমি-ফাইনালে প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে সপ্তম বাছই ক্রোয়েশিয়ার সিলিচ ৬-৭, ৬-৪, ৭-৬ ও ৭-৫ গেমে হারান ২৪তম বাছাই যুক্তরাষ্ট্রের কুয়েরিকে। এতে সময় নেন দুই ঘন্টা ৫৬ মিনিট।

২৮ বছর বয়সী সিলিচ এবারের আগে কখনও উইম্বলডনের কোয়ার্টার-ফাইনাল পেরুতে পারেননি। ক্রোয়েশিয়ার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলবেন তিনি।

দেশটির সাবেক খেলোয়াড় গোরান ইভানিসেভিচ ২০০১ সালে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিলেন।

কুয়েরিকে হারিয়ে ফাইনালে ওঠার পর উচ্ছ্বসিত সিলিচ বলেন, “এটা অবিশ্বাস্য।”

রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে ২০১৪ সালে ইউএস ওপেন জেতা সিলিচ লড়বেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার অথবা চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচের সঙ্গে।