কোরিয়ায় কৃষ্ণাদের বড় জয়

দক্ষিণ কোরিয়া সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 02:13 PM
Updated : 14 July 2017, 02:13 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম প্রস্তুতি ম্যাচে ইয়ুলমাইয়ুন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে উড়িয়ে দেয় কৃষ্ণারা।

প্রথম প্রস্তুতি ম্যাচে কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

একাদশ মিনিটে আনুচিং মোগিনি দলকে এগিয়ে নেওয়ার পর থেকে একের পর এক গোল করতে থাকে মেয়েরা। ২৫তম মিনিটে মৌসুমী ব্যবধান দ্বিগুণ করেন। ৩০ মিনিটে নার্গিসের গোলে স্কোরলাইন হয় ৩-০।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আরও কোণঠাসা করে ফেলে মেয়েরা। ৫৪তম মিনিটে শামসুন্নাহার লক্ষ্যভেদের পর মনিকা চার মিনিটের মধ্যে আরও দুই গোল করলে বড় জয়ের দিকে ছুটতে থাকে বাংলাদেশ।

পরে আঁখি, রাজিয়া ও মার্জিয়া গোল করলে ৯-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ম্যাচগুলো খেলছে কৃষ্ণা-মৌসুমীরা। আগামী সোমবার তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা।