সেমিতে পারলেন না জহির

আরও কীর্তির হাতছানি ছিল সামনে। কিন্তু পারেননি মোহাম্মদ জহির রায়হান। আইএএএফ ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছেন তরুণ এই অ্যাথলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 04:35 PM
Updated : 13 July 2017, 04:35 PM

কেনিয়ার নাইরোবিতে বৃহস্পতিবার সেমি-ফাইনালের দুই নম্বর হিটে ৪৮ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন জহির। 
 
ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে অষ্টম জনের লেগেছে ৪৭ দশমিক ৪৬ সেকেন্ড।
 
সেমি-ফাইনালে ওঠার হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়েছিলেন জহির। ১৯৯৮ সালে মস্কোর ওয়ার্ল্ড ইয়ুথ গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফির সেমি-ফাইনালে ওঠার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো প্রতিযোগিতায় দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সেমি-ফাইনালে উঠার কৃতিত্ব দেখান তিনি।
 
কেনিয়ার নাইরোবিতে এই প্রতিযোগিতার হিটেই ৪০০ মিটারে ব্যক্তিগত সেরা টাইমিং গড়েন জহির। গত মাসে ব্যাংককে ২২তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ৪৯ দশমিক ১২ সেকেন্ড ছিল তার আগের সেরা।
 
জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে জহির ২০০ ও ৪০০ মিটারে সেরা হয়েছিলেন। ১০০ মিটারে হয়েছিলেন দ্বিতীয়।