মারের পর জোকোভিচেরও বিদায়, সেমিতে ফেদেরার

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যান্ডি মারের পর কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচও। উইম্বলডনের সেমি-ফাইনালে উঠেছেন আরেক ‘ফেভারিট’ রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 06:01 PM
Updated : 12 July 2017, 06:01 PM

বুধবার কোয়ার্টার-ফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় সেট চলার সময় হাতের চোটের কারণে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। প্রথম সেট ৭-৬ গেমে হারের পর দ্বিতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে ছিলেন সার্বিয়ার এই খেলোয়াড়।

সেমি-ফাইনালে বের্দিচের প্রতিপক্ষ প্রতিযোগিতায় রেকর্ড অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ফেদেরার। কানাডার মিলোস রাওনিচকে ৬-৪, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ার এই তারকা।

আরেক সেমি-ফাইনালে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি ও ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

মারের বিপক্ষে পাঁচ সেটে গড়ানো দুই ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জিতেন ২৪তম বাছাই কুয়েরি।

আর লাক্সেমবার্গের জিল মুলারকে ৩-৬, ৭-৬, ৭-৫, ৫-৭, ৬-১ গেমে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ।