মারেকে হারিয়ে সেমিতে কুয়েরি

উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে অ্যান্ডি মারের। শীর্ষ বাছাই ব্রিটিশ তারকাকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 03:40 PM
Updated : 12 July 2017, 04:11 PM

বুধবার সেন্টার কোর্টে শেষ আটের ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন মারে। দ্বিতীয় সেট কুয়েরি জেতার পর তৃতীয় সেট জিতে ২-১ এ এগিয়ে যান তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। কিন্তু শেষ দুই সেটে দাঁড়াতেই পারেননি মোট তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

পাঁচ সেটে গড়ানো দুই ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জয় তুলে নেন ২৪তম বাছাই কুয়েরি।    

এই হারের ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাতে হতে পারে মারেকে। প্রতিযোগিতার শিরোপা জিতলে তাকে টপকে শীর্ষে উঠে যাবেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ।

২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন কুয়েরি। সবশেষ এই উইম্বলডনেই সেমি-ফাইনালে খেলেছিলেন তার স্বদেশি অ্যান্ডি রডিক।

ফাইনালে ওঠার লড়াইয়ে কুয়েরি খেলবেন মারিন সিলিচের বিপক্ষে।

কোয়ার্টার-ফাইনালে রাফায়েল নাদালকে হারানো লুক্সেমবার্গের জিল মুলারকে ৩-৬, ৭-৬, ৭-৫, ৫-৭, ৬-১ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ।