হালেপকে হারিয়ে শেষ চারে কোন্টা

শীর্ষ বাছাই আঞ্জেলিক কেরবারের পর ছিটকে পড়লেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপও। রোমানিয়ার এই খেলোয়াড়কে হারিয়ে ১৯৭৮ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে উইম্বলডনের সেমি-ফাইনালে উঠেছেন জোহানা কোন্টা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 06:25 PM
Updated : 11 July 2017, 06:25 PM

মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে জিতলেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতেন হালেপ। তবে দুই ঘণ্টা ৩৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে অসাধারণ এক জয় তুলে নিলেন ষষ্ঠ বাছাই কোন্টা।

শেষ চারে ২৬ বছর বয়সী কোন্টার প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। এবারের ফরাসি ওপেন জয়ী ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ৩৭ বছর বয়সী ভেনাস।

উইম্বলডন এককে শততম ম্যাচে ভেনাসের এটি ৮৬তম জয়। এখানে সমান সংখ্যক ম্যাচ জিতেছেন তার ছোট বোন সেরেনা উইলিয়ামস।

কেরবারকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা গার্বিনে মুগুরুসা দাপুটে জয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাশিয়ার কুজনেৎসভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ২০১৫ সালের রানার্সআপ ও ২০১৬ ফরাসি ওপেন জয়ী এই স্প্যানিশ।

ফ্রান্সের আদ্রিয়ুঁ মানারিনুকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ।

সেন্ট্রাল কোর্টে ৬-২, ৭-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন সার্বিয়ার জোকোভিচ। শেষ চারে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ একাদশ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ।