২ বছরের জন্য বায়ার্নে রদ্রিগেস

আগামী দুই মৌসুম ধারে বায়ার্ন মিউনিখে খেলবেন রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 12:53 PM
Updated : 11 July 2017, 12:53 PM

মঙ্গলবার উভয় ক্লাব নিজেদের ওয়েবসাইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বায়ার্নে থাকবেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে রদ্রিগেসকে বায়ার্ন কিনতে পারবে।

২০১৪ সালের জুলাইয়ে মোনাকো থেকে রিয়ালে যোগ দেওয়া রদ্রিগেস বেশ দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তবে গত বছর জানুয়ারিতে জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত মৌসুমে লা লিগায় ২২ ম্যাচে খেলার সুযোগ পান কলম্বিয়ার এই মিডফিল্ডার।

এ বছরের শুরু থেকেই তার দলবদলের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে জোরালো গুঞ্জন ছিল। সবশেষ গত মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে ১৮ জনের স্কোয়াডে অনুপস্থিতি সে গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মোট ১১১ ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন রদ্রিগেস। এই সময়ে সতীর্থদের দিয়ে ৪১টি গোল করান ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রদ্রিগেসকে পেতে আগ্রহী ছিল।