কমনওয়েলথ দাবায় একাদশ রাকিব

কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন আব্দুল্লাহ আল রাকিব। একাদশ স্থানে থেকে এ প্রতিযোগিতা শেষ করেছেন এই গ্র্যান্ডমাস্টার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 01:43 PM
Updated : 10 July 2017, 01:49 PM

ভারতের ভুবনেশ্বরে সোমবার নবম ও শেষ রাউন্ডে স্বাগতিক দেশের ইন্টারন্যাশনাল মাস্টার সিআরজি কৃষ্ণার সঙ্গে ড্র করেন রাকিব। সব মিলিয়ে ৬ পয়েন্ট পান তিনি।

ভারতের গ্র্যান্ডমাস্টার শার্দুল গাগারের সঙ্গে ড্র করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ হারিয়েছেন স্বদেশি মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজাকে। শেষ রাউন্ডে ভারতের রাজেশ নায়েকের বিপক্ষে জিতেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

রাকিবের সমান ৬ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জিয়া ২০তম, নিয়াজ ২১তম ও রাজীব ২৫তম হয়েছেন। ৫ পয়েন্ট নিয়ে লিজা হয়েছেন ৪৯তম।

শেষ রাউন্ডের জয়ে ৫ পয়েন্ট নিয়ে ৪৭তম হয়েছেন ফিদে মাস্টার তৈয়বুর রহমান। ৪ পয়েন্ট নিয়ে ৮১তম হয়েছেন মোল্লা হানিফ।

হার দিয়ে শেষ করা মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ ৩ পয়েন্ট নিয়ে ৯৯তম হয়েছেন।

শেষ রাউন্ডে ড্র করা শারমীন সুলতানা শিরিন ৩ পয়েন্ট নিয়ে ১০১তম হয়েছেন।